আবৃত্তির ভিডিও হোক, মজার কোনো একটিভিটির ভিডিও বা কোনো ভালো লেখা — পাঠিয়ে দাও মজার মুলুকে। আমরা সেই লেখা ও ভিডিও আমাদের ওয়েবসাইটে পোস্ট করবো। আর বাছাই করা কিছু ভিডিও বা লেখা আমরা আমাদের ইউটিউব চ্যানেল-এও পোস্ট করবো।
হ্যাঁ, অবশ্যই পারো। তুমি তোমার যেকোনো ভালো কন্টেন্ট, মানে ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং, হাতে আঁকা ছবি, হাতের কাজ, নিজের লেখা গল্প/কবিতা/ছড়া ইত্যাদি আমাদের পাঠাতে পারো। আমরা তোমাদের লেখা, ছবি, অডিও, ভিডিও গুলো আমাদের ওয়েবসাইটে পোস্ট করবো। কিছু বাছাই করা কনটেন্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দেবো। তাই দেরি না করে এক্ষুনি পাঠিয়ে দাও।
খুব সহজ। তোমার বাড়ির বোড়োদের বলো, তোমার লেখা, ছবি, ভিডিও যা আছে, সেটা ইমেইল-এ অ্যাটাচ করে আমাদের পাঠিয়ে দিতে। আমার মেইল আইডি হলো gaargi@mojarmuluk.com .
সমস্যাটা আমাদের মেইল করে বা কন্টাক্ট ফর্মে লিখে জানাও। আমরা হোয়াটস্যাপ নম্বর দেবো, তাতে পাঠিয়ে দিও।
তোমার নিজের যেকোনো কাজ পাঠাতে পারো। তবে সেটা যেন কোনো জিনিসের বিজ্ঞাপন না হয়, কোনো অশালীন, ধর্মীয়, রাজনৈতিক, হিংসাত্মক, অবমাননাকর বা বয়স্কদের কনটেন্ট না হয়। তবু বলে দিই, তোমরা তোমাদের লেখা কোনো গল্প, তোমাদের আবৃত্তির অডিও/ভিডিও রেকর্ডিং, তোমাদের আঁকা ছবি, কোনো ম্যাজিক, সায়েন্স এক্সপেরিমেন্ট, ড্যান্স, নাটক এসবের ভিডিও এবং আরো অনেক কিছুই পাঠাতে পারো। তবে তোমাদের পাঠানো যেকোনো কনটেন্ট আমরা পোস্ট করতে বাধ্য নই। আমরা যেকোনো সঙ্গত কারণে সেটা পোস্ট নাও করতে পারি।
হ্যাঁ, অবশ্যই পারো। তবে সেটা পুরোপুরিভাবে ছোটদের জন্যে, ছোটদের নিয়ে তৈরী হতে হবে। যেমন কোনো ছোটদের ছড়ার আবৃত্তি, কোনো ছোটদের জন্যে লেখা গল্প ইত্যাদি।
না, একদমই না। তোমরা সেটাই পাঠাবে যেটা আগে কোথাও কোনোভাবে পোস্ট হয়নি। আমাদের টিম প্রতিটা কন্টেন্ট দেখে নেয় যে ইন্টারনেটে কোথাও পোস্ট হয়েছে নাকি। সেক্ষেত্রে তোমার পাঠানো কনটেন্ট আমরা বাদ দিয়ে দেবো, এবং ভবিষ্যতেও তোমার পাঠানো কন্টেন্ট আমরা একসেপ্ট করবো না। তাই ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো কনটেন্ট বা, যেটা তোমরা ইন্টারনেটে আগে কোনো সময় পোস্ট করেছো, সেরকম কন্টেন্ট আমাদের পাঠিও না।
হ্যাঁ, ঠিকই ভাবছো। হয়তো এর পরেও আমরা কিছু ক্ষেত্রে ধরতে পারবো না যে তোমাদের পোস্ট আগে কোথাও পাবলিশ হয়েছে কি না। তবে, সেক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা হয়, তা তোমাদের ওপর বর্তাবে। এবং সেক্ষেত্রে মজার মুলুক কোনোভাবেই দায়ী হবে না।
কারণ, অন্যের পোস্ট চুরি করা, বা অন্য কোনো সাইটে পোস্ট করা কন্টেন্ট আবার নতুন কোথাও পোস্ট করা একধরণের সাইবার অপরাধ। তাই, অবশ্যই নিজের বানানো নতুন কন্টেন্টই শুধু আমাদের পাঠাও।
আমরা দুঃখিত। আমাদের কাছে প্রতিদিন তোমার মতো বন্ধুদের পাঠানো প্রচুর কনটেন্ট আসে। তাই অনেক সময় একটু সময় লেগে যায় বাছাই করতে এবং সাজাতে। তোমার কন্টেন্ট যদি আমাদের কোনো নিয়মের উল্লঙ্ঘন না করে থাকে, তাহলে নিশ্চিন্তে থাকো — খুব তাড়াতাড়ি তোমার কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে বা ইউটিউব ভিডিওতে পেয়ে যাবে।
না সেরকম কিছু নেই। শুধু খেয়াল রাখবে তোমার চারপাশে যেন কোনো অবাঞ্ছিত আওয়াজ না থাকে, যথেষ্ট আলো থাকে, মার্জনীয় ড্রেস পরে থাকো, আর ভিডিওতে যেন তোমার ছবি আর কথা পরিষ্কার দেখা/শোনা যায়। তাহলেই হবে। ভিডিও/অডিওতে কোনো প্রকার এডিটিং থাকলে, সেটা কিছু ক্ষেত্রে আমরা পোস্ট নাও করতে পারি।
হ্যাঁ অবশ্যই আছে। পারতঃপক্ষে, গল্প, কবিতা এসব তোমার নিজের হাতের লেখায় সাদা খাতায় লিখে পাঠাও। পেন্সিল বা কলম যাই হোক, সেটা যেন ভালো করে পড়া যায়। হাতের লেখা স্পষ্ট হতে হবে। আর ছবি তোলার পর দেখে নিও, সেটা পড়া যাচ্ছে না কি না।
আঁকার ক্ষেত্রে, ছবির চারিদিকে অবশ্যই বর্ডার দেবে আর ছবি তোলার সময় খেয়াল রেখো, যেন ছবির কোনো দিকের বর্ডার কেটে না যায়। কাগজে যেন কোনো ভাঁজ বা অবাঞ্ছিত দাগ না থাকে।